রাজধানীতে আওয়ামী লীগ এর লিফলেট বিতরণ

রাজধানীতে-আওয়ামী-লীগ-এর-লিফলেট-বিতরণ

লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা।

ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ থেকে টানা পাঁচদিন ঢাকা মহানগরসহ সারাদেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন— ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. এম. নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্যরা।

আওয়ামী লীগ এর ১০ দফা দাবি ও প্রতিবাদ পরিকল্পনা

এই প্রচারণা শুরু করার আগে, আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছিল যে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি নিয়ে রাস্তায় নামবে। । এই দাবিগুলোর প্রতি জোর দেওয়ার জন্য, দলটি ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির রূপরেখা দিয়েছে, যার মধ্যে রয়েছে:

  • ১-৫ ফেব্রুয়ারি: দেশব্যাপী লিফলেট বিতরণ
  • ৬ ফেব্রুয়ারি: প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • ১০ ফেব্রুয়ারি: বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ১৬ ফেব্রুয়ারি: দেশব্যাপী অবরোধ
  • ১৮ ফেব্রুয়ারি: দেশব্যাপী পূর্ণ দিবস ধর্মঘট

এর আগে ফেইসবুক পেইজে এক পোস্টে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এসব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

আরও পড়ুন : বিশ্ব ইজতেমা- ৭২ দেশের ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন

এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেছিলেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে। চোখের সামনে বাচ্চা ছেলেমেয়েদের খুন করা হলো; শতশত ছেলে অন্ধ হয়ে গেল। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের (বিচার) মধ্যে আনা হচ্ছে, ততদিন তাদের প্রটেস্ট করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে।

One thought on “রাজধানীতে আওয়ামী লীগ এর লিফলেট বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *