
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ৪.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে।
রোববার (২৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ উপায়ে ৩ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১১টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় মামলায় সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এবং তার স্ত্রী আফরোজা হককে আসামি করা হয়েছে। আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৩৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করেছে।
দুদক দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে তাদের কার্যক্রম আরও জোরদার করেছে। এসব মামলার মাধ্যমে সংস্থাটি প্রমাণ করতে চায় যে, যেকোনো অনিয়মের ক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।এই মামলা বাংলাদেশের দুর্নীতি দমন এবং অর্থপাচার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

My name is Ashikur Rahman. I am an entrepreneur. I can create e-commerce and news portal websites and I am also a graphic designer. I have skills in SEO optimization. This website is made by me. The contents of this website are collected from Google and various news portal websites and are made in a unique way.