
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের যেকোনো কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ মার্চ) এক সরকারি বার্তায় এ তথ্য জানানো হয়।
📌 হিজবুত তাহরীরের কার্যক্রম বেআইনি
পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়—
✅ হিজবুত তাহরীর ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন।
✅ আইন অনুযায়ী সংগঠনটির যেকোনো কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।
✅ যেকোনো সভা, মিছিল, পোস্টার বা লিফলেট বিতরণও শাস্তির আওতায় পড়বে।
📌 সন্ত্রাসবিরোধী আইনে কঠোর পদক্ষেপ
🔹 সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।
🔹 যেকোনো ধরনের প্রচারণামূলক কর্মকাণ্ড কঠোর নজরদারির আওতায় রয়েছে।
🔹 আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
📌 ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষণা করে সরকার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান—
📌 ২০০৯ সালের ২২ অক্টোবর সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।
📌 জননিরাপত্তার প্রতি হুমকির কারণেই সংগঠনটির কার্যক্রম বেআইনি করা হয়।
📌 যেকোনো বেআইনি প্রচারণা কঠোর নজরদারির মধ্যে রাখা হবে।
👉 পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন!

My name is Ashikur Rahman. I am an entrepreneur. I can create e-commerce and news portal websites and I am also a graphic designer. I have skills in SEO optimization. This website is made by me. The contents of this website are collected from Google and various news portal websites and are made in a unique way.